Promixco Night Celebration

জমকালো আয়োজনের মাধ্যমে প্রমিক্সকো গ্রুপের ২৩ বছরের যাত্রা উদযাপন। এই বছর ‘প্রমিক্সকো নাইট’ উদযাপনের মূল উদ্দেশ্য ছিল প্রমিক্সকো পরিবারের সকলে একত্রিত হয়ে দিনটিকে উদযাপন করা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রমিক্সকো গ্রূপের চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক মৌসুমী ইসলাম, সম্মানিত সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার ও প্রমুখ ব্যাক্তিবর্গ । অনুষ্ঠানে প্রমিক্সকো গ্ৰুপের দীর্ঘ এই যাত্রার কথা সংক্ষেপে উপস্থাপন করা হয়, পাশাপাশি এই যাত্রায় যে সকল ডিলার, কর্মকর্তাবৃন্দ এই বছর অবদান রেখেছেন তাদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। ইভেন্টে প্রমিক্সকো গ্রূপের সকল কর্মকর্তা তাদের পরিবারের সদস্যদের নিয়ে এই আয়োজনে উপস্থিত ছিলেন। বেলুন শুটিং, বল নিক্ষেপ, ফ্ল্যাগ আইডেন্টিফিকেশনের মত প্রতিযোগিতা মূলক খেলা যুক্ত করার মাধ্যমে আয়োজনটিকে আরো বর্ণিল করে তোলা হয়। বাফেট ডিনার, মিউজিক সেশন, খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও প্রমিক্সকো গ্রুপের পরবর্তী বছরের লক্ষ্য উপস্থাপনের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Scroll to Top